যাক ভালোমতোই গেল বিশ্বকাপ উদ্বোধনী (চিন্তায় ছিলাম রিকশার চেইন না পড়ে যায়)

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান ও কয়েকটি ম্যাচ বাংলাদেশে হচ্ছে বলে আনন্দের সীমা নেই অনেকেরই। সেই অনেকের মধ্যে আমি একজন হতে পারলাম না। আমার আনন্দের সীমা আছে। ঘরের চার দেয়ালই আনন্দের সীমা। কারণ, মাঠে যাওয়া দূরে থাক মাঠের ধারেকাছেও খেলা চলাকালীন যাওয়া সম্ভব না। :(( টিভিই সব ভরসা। তার উপর যদি খেলার সময় কারেন্ট যায় তাহলে তো বোঝেনই। X((

তবে ভাগ্য ভালো, উব্দোধনী অনুষ্ঠানের সময় কারেন্ট যায় নাই, ডিশও যায় নাই। B-) শান্তিমতো পুরোটা প্রোগ্রাম দেখতে পারলাম। প্রথমে তো খুঁজেই পাই না কোন চ্যানেলে দেখাচ্ছে। ভাইয়া কতক্ষণ এনটিভি-ইটিভির খবর-টবর দেখে তারপর চ্যানেল ঘুরিয়ে বিটিভিতে রাখলো। বিটিভিও খবর শেষ করে সঙ্গীতানুষ্ঠান শুরু করে দিল। :-* কী আর করা! বসে বসে সঙ্গীত শুনতে থাকলাম। একটু পরে বিডিনিউজে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তবুও বিটিভিতে দেখানোর খবর নেই। পরে খেয়াল করলাম আমরা বিটিভি ওয়ার্ল্ড খুলে বসে আছি। বিটিভি ওয়ার্ল্ডে কেন দেখালো না এটা না বুঝে শেষে অনেক খুঁজে ইএসপিএন বের করলাম। ততক্ষণে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। এর আগে কী মিস করেছি আল্লাহই জানে। /:)

জাতীয় সঙ্গীতের সময় মাঠটা অসাধারণ লাগছিল। দূরের ফ্লাডলাইটগুলো কেবল সবুজ আর লাল আলো তৈরি করে অদ্ভূত এক পরিবেশ সৃষ্টি করেছিল। সম্ভবত প্রথমবারের মতো আমার মনে হলো সবুজ আর লাল আসলে দুইটা খুব সুন্দর রঙ। :D

Continue reading